
Bangla bcs

অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কাকে বলে?
প্রশ্ন : অঘোষ ধ্বনি কাকে বলে?
উত্তর : যে ধ্বনি উচ্চারণের সময়
স্বরতন্ত্রী
অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ
ধ্বনি।
যেমন- ক, খ, চ, ছ ইত্যাদি।
প্রশ্ন : ঘোষ ধ্বনি কাকে বলে?
উত্তর : যে ধ্বনি উচ্চারণের সময়
স্বরতন্ত্রী
অনুরণিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। যেমন :
গ, ঘ, জ, ঝ ইত্যাদি।
প্রশ্ন : অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে?
উত্তর : যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের
চাপের স্বল্পতা থাকে, তাকে বলা হয়
অল্পপ্রাণ
ধ্বনি। যেমন : ক, গ, চ, জ ইত্যাদি।
প্রশ্ন : মহাপ্রাণ ধ্বনি কাকে বলে?
উত্তর : যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের
চাপের আধিক্য থাকে, তাকে বলা হয়
মহাপ্রাণ ধ্বনি।
যেমন- খ, ঘ, ছ, ঝ ইত্যাদি।
প্রশ্ন : অন্তঃস্থ ধ্বনি কাকে বলে?
উত্তর : স্পর্শ ধ্বনি ও উষ্ম ধ্বনির মাঝের
ধ্বনিগুলোকে বলা হয় অন্তঃস্থ ধ্বনি।
যেমন- য,
র, ল।
ধ্বনি পরিবর্তন
প্রশ্ন : ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ
কী?
উত্তর : উচ্চরণে সহজ প্রবণতা।
প্রশ্ন : পরের ই-কার, উ-কার, আগে
উচ্চারিত
হলে তাকে কী বলে?
উত্তর : অপিনিহিতি।
প্রশ্ন : দুটি ভিন্ন ধ্বনি একে অপরের
প্রভাবে
অল্প বিস্তর সমতা লাভ করাকে কী বলে?
উত্তর : সমীভবন।
প্রশ্ন : সকাল > সক্কাল কিসের উদাহরণ?
উত্তর : দীর্ঘব্যঞ্জন এর।
প্রশ্ন : শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের
পরস্পর
স্থান পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
উত্তর : ধ্বনি বিপর্যয়।
প্রশ্ন : টপাটপ, ধপাধপ এগুলো কিসের
উদাহরণ?
উত্তর : অসমীকরণের।
প্রশ্ন : দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে
কী
বলে?
উত্তর : বিষমীভবন।
প্রশ্ন : সত্য > সইত্য, চারি > চাইর এগুলো
কোন
ধরনের ধ্বনি বিপর্যয়?
উত্তর : অপিনিহিতি।
প্রশ্ন : ধ্বনি পরিবর্তন আলোচিত হয়?
উত্তর : ধ্বনিতত্ত্বে।
প্রশ্ন : পদ্ম > পদ্দ, চক্র > চক্ক, কোন ধরনের
সমীভবন?
উত্তর : প্রগত সমীভবন