Bangladesh Affair

বাংলাদেশ  ও শেখ মুজিবুর রহমান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের  ১৭ মে ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমা পাটগাতী ইউনিয়ন  টুঙ্গীপাড়া গ্রামে রোজ মঙ্গলবার রাত আটটার পর জন্মগ্রহণ করেন।(শেখ মুজিবের বাংলা  জন্ম তারিখ: ১৩২৬ সালের চৌঠা চৈত্র, আরবি ১৩৩৮ হিজরী 27 জামাদিউস সানি )। তার বাবার নাম: লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। বাবা একজন সেরেস্তা ছিলেন ।শেখ মুজিবের চার বোন দুই ভাই। তার মধ্যে শেখ মুজিব তৃতীয় নাম্বার। শেখ মুজিবকে বাবা মা আদর করে ডাকতো খোকা এবং গ্রামবাসীরা তো মিয়া ভাই।

bcs preparation,Bangladesh Affair,MCQ test,Bangladesh affair,General knowledge,BCS study,Bangla shortcut technique,Bangladesh Affairs,Bangladesh Affair mcq questions for BCS,Bangladesh Affair pdf Download,
Bangladesh Affair

শিক্ষা জীবন:

মাত্র ৭ বছর বয়সে  অর্থাৎ ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ভর্তি হন। ৯ বছর বয়সে তিনি  গোপালগঞ্জ একাডেমিতে ভর্তি হন।১৯৩৪ সালের সপ্তম শ্রেণীতে ভর্তি হন ।এ সময় তার বেরিবেরি রোগ  দেখা দেয়। জেনে রাখা ভালো বেরিবেরি রোগ তিন প্রকার। ডাক্তার শিবপদ ভট্টাচার্য এবং এ কে রায় চৌধুরী  শেখ মুজিবর এর চিকিৎসা করেন। ১৯৩০ সালে ইসলামিয়া স্কুলে ভর্তি হন। এই সময় চোখে গ্লোকোমা রোগে আক্রান্ত হন ।এ সময় তাদের চিকিৎসা করেন কলকাতার ডাক্তার টি আহমেদ। ফলে তিন শিক্ষা জীবন থেকে তিন বছর পিছিয়ে  পড়েন। বঙ্গবন্ধুর ব্রিটিশ বিরোধী আন্দোলন কর্মী আব্দুল হামিদ এম এস সি। গোপালগঞ্জ হাই স্কুল থেকে তিনি এন্টাস বা এস এস সি পরীক্ষা পাস করেন। ১৯৪২সালে তিনি ইসলামিয়া কলেজে ভর্তি হন। ১৯৪৪ সালে ইসলামে কলেজ থেকে  এইচএসসি পাস করেন। তবে দ্বিতীয় বিভাগে। ১৯৪৭ সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে ট্রেনে ইসলামের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএ পাস করেন ।১৯৪৭ সালের আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।১৯৪৯  সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিল ঘোষণা করা হয়।

শেখ মুজিবর এর দাদার নাম শেখ আব্দুল হামিদ। শেখ মুজিবের নানার নাম শেখ আব্দুল মজিদ। দাদা এবং নানা তার আপন ছিল। শেখ  মুজিব ও তার স্ত্রী এর মধ্যে তাদের সম্পর্ক চাচাতো ভাই বোন।

গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো বিসিএস পরীক্ষার জন্য বেশি বেশি কমন :

টুংগীপাড়া পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। আর মধুমতি নদীর শাখা নদী বাইগার নদী। বাইগার নদীর অপর নাম কাটা গাঙ। শেখ মুজিবের চাচা সেখ মোশারফ হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি পাটগাতী ইউনিয়ন এর ২৫বছরের  চেয়ারম্যান ছিলেন।তিনি ১৯৬৫ সাল এবং১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছিল।

আসুন জেনে নেই  মুজিব শব্দের অর্থ কি।

মুজিব শব্দের অর্থ উত্তর দাতা  ।এটি একটি আরবি শব্দ।