Bcs confidence
Bcs confidence is a famous coaching center.

#শতকরা লাভ-ক্ষতি ও সুদকষার শত শত অংক কিভাবে এই ১০০% কে ব্যবহার করে এক লাইনে করা সম্ভব তা এই পোষ্ট টির শেষ পর্যন্ত পড়লে বুঝতে পারবেন। (যাদের ধৈর্য্য কম অথবা নিজে থেকে পারেন তাদের জন্য আলাদা পোষ্ট )
#১০০% টা আসলে কি??
১০০% হলো যে কোন কিছুর প্রাথমিক মান বা অপরিবর্তিত মান। যেমন: যেমন একটি ক্লাশে ১০০ জনে ১০০জনই উপস্থিত থাকলে আমরা বলি ১০০% উপস্থিতি। অবার কম হলে বলি ৯০% উপস্থিত আবার কোন দ্রব্যের দাম অত্যাধিক বেরে গেলে আমরা বলি ২০০% বেরে গেছে। অর্থাৎ বাড়া বোঝালে ১০০% এর সাথে যোগ আবার কমা বোঝালে ১০০% থেকে বিয়োগ হয়।
#কিছু প্রশ্নে ১০০% এর প্রয়োগ…Bcs confidence
২৫০ টাকার একটি শার্ট ১০% লাভে বিক্রি করা হলে শার্টটির বিক্রয়মূল্য কত। সরাসরি ২৫০ এর ১১০% এর মান বের করতে হবে। কেননা এখানে ২৫০ টাকার হল ক্রয়মূল্য যাতে লাভ বা ক্ষতি কোন কিছুই যুক্ত না থাকায় তা ১০০% এবং লাভের ১০% যুক্ত হয়ে গেলে ১১০% হবে। (আস্তে আস্তে কঠিনে যাচ্ছি তাই সহজ গুলো দেখে ভালোভাবে বুঝুন।)
#৩০ জন ছাত্রের মধ্যে ২০% অনুপস্থিত থাকলে মোট কতজন অনুপস্থিত ৩০ এর ২০% = ৬ জন।
কিন্তু যদি এই প্রশ্নটিই উল্টোভাবে আসে এভাবে >>>> একটি ক্লাশে কোন একদিন ৬ জন ছাত্র অনুপস্থিত ছিল। যদি এই ৬ জন মোট ছাত্রছাত্রীর ২০% হয়, তাহলে ঐ কøাশে মোট কতজন ছাত্র আছে?? এখানে বুঝে বুঝে করলে এভাবে অনুপস্থিত এর % হল ২০% এবং এই ২০% এর মান হল ৬ তাই লিখা যায় ২০% = ৬ অতএব ১% = ৬/২০ সুতরাং ১০০% = (৬*১০০)/ ২০ = ৩০জন।
( নোট: যে কোন % এর অংকে % বাদে যে সংখ্যাটি দেয়া থাকবে তা কত অংশের মান তা নিয়ে ভাবা শুরু করলে দ্রুত অংক হবে) এই অংকটিই এক লাইনি করতে চাইলে …… সরাসরি ৬* (১০০/২০) ( নোট: যে কোন % এর মান দেয়া থাকলে ঐ % এর মান লিখে % টিকে উল্টিয়ে লিখে গুণ করলে উত্তর বের হয়ে যাবে।) প্রমাণ দেখুন এখানে:
#ফাহিমের কাছে কিছু মারবেল ছিল, যার ২৫% সে তার ভাইকে দেয়ায় তার ভাই ৭৫টি মারবেল পেল। ফাহিমের কাছে মোট কতটি মারবেল ছিল? (৭৫*(১০০/২৫) = ৩০০টি ) (মান লিখে % কে উল্টিয়ে গুণ) #একজন ফল বিক্রেতা ৩০% আপেল বিক্রি করল এবং তার নিকট আরও ৬৩০ টি আপেল আছে। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছিল? (কৃষি ব্যাংক:সিনি:অফি:১১) ৯০০ (এখানে ৬৩০ হল ৭০% এর মান বাকিটা নিজেই করুন) #একটি ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ১০,০০০ ভোট বেশি পেয়েছেন। ভোটকেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল। (সাহায্য: দুজনের ভোটের পার্থক্য ৫৫%-৪৫% = ১০% যার মান ১০০০০ তাহলে ১০০% = ? ) #There are 92 girls in the introductory anthropology class. This is 40% of all the students. What is the total number of students? (trust bank-2011) = 230 here 40% = 90 so the ans is 92* (100/90) = 230 (reverse 40% & multiple 92) Solve yourselves:
#In an examination 85% examinees passed in English. If total 75 examinees failed in English, then what is the total number of examinees? (Raj: Krisi Unnayan Bank officer 2011) (Help:15%=75, So 100%=?) লাভ-ক্ষতি অধ্যায়ে ১০০% এর প্রয়োগ:
#১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে? (প্রা:বি:সহ:শি:নি:-১২) (১৫০ এর ১৩০% )
# একটি কলম ২৭০ টাকায় বিক্রয় করাতে ১০% ক্ষতি হয়; কলমটির ক্রয়মূল্য কত? (প্রাক- প্রা:বি:সহ:শি:নি:-১৩) ৩০০(এখানে ২৭০ হল ৯০% এর মান কারন ১০% ক্ষতি হয়েছে। তাই ২৭০ * ৯০% উল্টিয়ে = ২৭০*(১০০/৯০) [লাভ-ক্ষতির অংকে ক্রয়মূলটাই ১০০%] #৪৬. কোন বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ৪০% লাভ হবে? {প্রাথমিক সহ:শিক্ষক নিয়োগ:-২০১০ (কপোতাক্ষ)} (হিন্টস: ৮০%= ৪০ , সুতরাং ১৪০% = ?) ৭০টাকা।
#এক ঝুড়ি আম ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। এক ঝুড়ি আমের দাম কত? (ইসলামী ব্যাংকের সহ: অফিসার গ্রেড-৩ পরীক্ষা -২০০৫) উত্তর: ৩০০টাকা (ব্যাখ্যা: ১০ ক্ষতি পোষাতে হবে তারপর আবার ৫% লাভ করতে হবে অর্থাৎ মোট বৃদ্ধি করতে হবে ১০%+৫% = ১৫% যার টাকায় মান হল ৪৫। সুতরাং ১% = ৩ এবং ১০০% = ৩০০ #A pen was sold at 15% loss. If the selling price was Tk.8 more, then the seller could have made a profit of 10%. What was the purchase price of the pen?( Pubali Bank Ltd. Senior. Off./Officer-2011) 32tk (help: 15% loss to 10% profit so 15+10 = 25% = 8 so 100% =? (25% er maner theke 4 gun besi hbe so 8*4 =32 ) #এরকম আরো অনেক অনেক অংক আছে। এ ধরনের অংক সবগুলো এক পোষ্টে দিলে অনেক বড় হয়ে যাবে তাই অন্য কোনদিন অবশিষ্ট বিষয়গুলো নিয়ে পুণরায় পোষ্ট দিবো । যে যে বিষয়গুলো বুঝতে পারবেন না কমেন্ট করে জানাবেন) ঁ#ইংরেজীতে আসলেও নিয়ম একই: ভয় পাওয়ার কোন কারণ নেই। নতুন করে কোনো নিয়ম শিখতে হবে না,,, শুধু ধরতে পারতে হবে কোন ইংরেজী অংকটা বাংলা নিয়মের কোন অংকের সাথে মিল আছে। #There will be a loss of 10% ,if a chair is sold for tk. 540. At what price should the chair be sold to make a profit of 20%? (BB Cash Officer 2011) 720 ( here 10% loss then 20% profit so 90% = 540 then 1%= 6 So 120% = 720) সে – ই ইংরেজী অংক পারে না যে বাংলা অংকগুলোর সবগুলো নিয়ম ভালোভাবে জানে না। তাই আগে বাংলায় শিুখুন।