বাজেট – ৪৮তম
উত্থাপনকারী- আ.হ.ম মোস্তফা কামাল (অর্থমন্ত্রী)।
বাজেটের আকার- ৫২৩১৯০ কোটি টাকা।
স্লোগান- ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ ।
ঘাটতি- ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা।
জিডিপির প্রবৃদ্ধির হার নির্ধারণ- ৮.২%।
মুদ্রাস্ফিতির হার- ৫.৫%।
ADP তে বরাদ্দ- ২ লক্ষ ২ হাজার ৭২১ কোটি টাকা।
পরিসংখ্যান_রিপ পরিসংখ্যান_রিপোর্টঃ – ২০১৯
মোট জনসংখ্যা ১৬.৪৬ কোটি।
গড় আয়ু ৭২.৩ বছর
পুরুষের আয়ু ৭০.৮ বছর এবং
নারীর আয়ু ৭৩.৮ বছর।
প্রতিবেদনের_ফিডব্যাকঃ –
২০১৭ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর।
২০১৬ সালে ৭১.৬ বছর,
২০১৫ সালে ৭০.৯ বছর,
২০১৪ সালে ৭০.৭ বছর,
২০১৩ সালে ৭০.৪ বছর এবং
২০০৮ সালে গড় আয়ু ছিল ৬৬.৮ বছর।
প্রতিবেদনে আরও বলা হয়ঃ-
২০১৮ সালে দেশের জনসংখ্যা বেড়েছে ১৯ লাখ।
পুরুষের সংখ্যা বেড়ে হয়েছে ৮ কোটি ২৪ লাখ ও
নারীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ কোটি ২২ লাখ।
২০১৭ সালে জনসংখ্যা ছিল ১৬ কোটি ২৭ লাখ।
এছাড়াও
এমএসভিএসবি’র জরিপে উঠে এসেছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত।
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮.১৩ ভাগ।
মাথাপিছু আয় ১,৯০৯ ডলার।
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার
২০১৮ সালে ১.৩৩%,
যা ২০১৭ সালের তুলনায় ০.০১% কম। (নোট করে রাখুন, প্রশ্ন আসবেই!)
বাংলাদেশের_মানুষের_বর্তমান :
১| গড় আয়ু: ৭২ বছর ৩ মাস।
নারী: ৭৩ বছর ৮ মাস।
পুরুষ: ৭০ বছর ৮ মাস।
২| জনসংখ্যা: ১৬ কোটি ৫৫ লাখ ৭০ হাজার।
পুরুষ: ৮ কোটি ২৮ লাখ ৭০ হাজার।
নারী: ৮ কোটি ২৭ লাখ।
৩| সাক্ষরতার হার: ৭৩.২%।
পুরুষ: ৭৫.২%।
নারী: ৭১.২%।
৪| খাবার পানি সুবিধা পায়: ৯৮%।
৫| বিদ্যুৎ সুবিধার আওতায়: ৯০.১% মানুষ।
৬| স্যানিটারি সুবিধার আওতায়: ৭৮.১% মানুষ।
৭| শিশুমৃত্যু: প্রতিহাজারে ২২ জন।
বৃহত্তম দেশ — রাশিয়া

বৃহত্তম মহাদেশ — এশিয়া
বৃহত্তম মহাসাগর — প্রশান্ত মহাসাগর
বৃহত্তম শহর — লন্ডন (আয়তনে)
বৃহত্তম শহর — টোকিও (জনসংখ্যায়)
বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ
বৃহত্তম দ্বীপ – গ্রীনল্যান্ড
বৃহত্তম যাদুঘর — ব্রিটিশ মিউজিয়াম (বৃটেন)
bcs preparation general knowledge
বৃহত্তম বিমান বন্দর —কিং ফাহাদ (সৌদি আরব )
বৃহত্তম ব্যাংক — সুইস ব্যাংক.