
আমরা সবাই কম বেশি বিজয় ইউজ করি। অনলাইনে লেখা-লেখির জন্য অভ্র অনেক বেশি ইউজ হলেও, বিজয় বায়ান্ন এখন অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে যারা উইন্ডোস সেভেন ব্যবহার করেন। যারা বিজয় ব্যবহার করেন তাদের জন্য বিজয় বায়ান্ন নিঃসন্দেহে অসাধরণ একটি সফ্যটওয়ার। তো আর কথা না বলে মিডিয়ায় আগুন দিয়া ডাউনলোড করে নিন
Bijoy Bayanno Full Version With Activation Key Download
ডাউনলোড শেষে .rar ফাইলটি Extract করে নিন। এবার ইনস্টল করুন। ইনস্টল শেষে আপনার কম্পিউটার অবশ্যই রিস্টর্ট করুবেন। এবার আপনার পিসি অন হলে লাইসেন্স কোড চাইবে। কোডটি Extract করা ফাইলের মধ্যে দেওয়া আছে তাই আপনকে তেমন কোন কষ্ট করতে হবে না, শুধু কপি পেস্ট-এর দক্ষতা দেখাতে হবে।
এবার Activate বাটনে ক্লিক করন এবং নিশ্চিন্তে ব্যবহার করুন।