আসালামুআলাইকুম, আমি মোঃ জয়নাল আবদীন। আজ আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি । আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা যায় ।

তাও আবার কোন প্রকার মোবাইল ভেরিফিকেশন কিংবা ইমেইল ভেরিফিকেশন ছাড়াই । চলুন শুরু করা যাক,
Freelancing
প্রথমে আপনি যেকোন ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ দিবেন জিমেইল ডট কম
তারপর যদি আপনার কোন জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সেটা লক আউট দিবেন। তারপর একদিন ক্রিয়েট নিউ একাউন্ট এ ক্লিক করবেন
তারপর আপনার কাছ থেকে গুগল বেশ কিছু তথ্য চাবে । সে তথ্য গুলো পূরণ করুন। যেমনঃ নামের প্রথম অংশ, দ্বিতীয় অংশ শেষের অংশ, পাসওয়ার্ড. ইউজার নেম. এবং জন্ম তারিখ চায় । সেগুলো পূরণ করুন। তারপর তাদের শর্তাবলী মেনে টিক চিহ্ন দিয়ে পরবর্তী স্টেপ এ চলে যান । যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটি দেখতে পারেন ।